Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

 

 

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৫০ সালে বা তার আগে প্রথম বতমান বহেড়াতৈল, গজাড়িয়া এবং দাড়িয়াপুর ইউনিয়নের সকল  গ্রাম নিয়ে বহেড়াতৈল ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। আনুমানিক ১৯৫৮ বা তারপরে সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৮ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ---------------------। তারপর পর্যায়ক্রমে --------------------প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। অতঃপর ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আনয়ন করে। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে --------------------------------------------------ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক বহেড়াতৈল ইউনিয়ন থেকে গজারিয়া ও দাড়িয়াপুরকে নিয়ে একটি ইউনিয়ন গঠন করেন।

 

 

তথ্যসুত্র: ইন্টারনেট এবং অত্র ইউনিয়নের ৮০/৯০ বছরের বৃদ্ধলোক।