Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার সিদ্ধান্ত সমূহ

২নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মঞ্জু সভাপতির আসন গ্রহন করিলে সভার কার্য আরম্ভ করা হয়।

সভার আলোচ্য সূচি নিম্ন রম্নপ-

১।      বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন।

২।    আইন শৃংখলার কমিটি গঠন করা প্রসংগে।

            ৩।      বিবিধ

ক্রমিক নং         উপস্থিত সদস্যগন ও ঠিকানা                              পদবী                  স্বাক্ষর

০১।   জনাব মোঃ মনিরুজ্জামান মঞ্জু, ইউপি চেয়ারম্যান                      সভাপতি                 অস্পষ্ট

০২।   ,,    সুলেখা বেগম      ইউপি সংরক্ষিত সদস্য               সদস্য                      ,,

০৩।   ,,    ছালমা বেগম          ,,          ,,      ,,                     ’’                        ,,                   

০৪।   ,,    লিলি বেগম            ,,          ,,      ,,                     ’’                        ’’                   

০৫।   ,,  মোঃ আঃ হালিম,         ইউপি সদস্য                         ’’                        ,,                               

০৬।   ,,   ,, বছির উদ্দিন             ,,       ,,                             ’’                       ,,                   

০৭।   ,,   ,, মীর মাহমুদ শাহীন      ,,       ,,                            ’’                       ,,                   

০৮।   ,,   ,, আঃ ছবুর মিয়া          ,,       ,,                                       ’’                         ,,                               

০৯।   ,,   ,, আঃ রহিম মিয়া         ,,       ,,                                         ’’                       ,,                   

১০।   ,,   ,, আলাউদ্দিন                 ,,       ,,                           ’’                       ,,                   

১১।    ,,  ,, মিনহাজ উদ্দিন          ,,      ,,                             ’’                       ,,                               

১২।   ,,  ,, নজরুল ইসলাম  ,,      ,,                         ’’                       ,,                               

১৩।   ,,  ,, মোজাম্মেল হক           ,,      ,,                            ’’                       ,,                                ঃ

 

 

 

আলোচ্য সূচীঃ

 ১) পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গ।

(২)  ১৪২২  বাংলা সানের হাট-বাজার হতে  প্রাপ্ত অর্থ দ্বারা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে।

(৩)বিবিধঃ-

 

 

 

 সিদ্ধান্ত-(১)

অদ্য ১৮/০২/২০১৬ ইং তারিখ, জনাব মোঃ মনিরুজ্জামান মঞ্জু, চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ব করা হয়। সভার প্রারম্বে সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। কার্যবিবরণীতে কোন সংশোধনী না থাকায় সভায় সর্ব সম্মতি ক্রমে উহা দৃঢ় করণ করা হয়।                                                                                                  

 

 

 

 

সিদ্ধান্ত-(২)

   অতঃপর সভায় সভাপতি সাহেব ২নং আলোচ্য বিষয় ১৪২২  বাংলা সানের হাট-বাজার হতে  প্রাপ্ত অর্থ   দ্বারা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গ উপস্থাপন করেন। সভাপতি সাহেবের উপস্থাপিত বিষয়ের উপর দীর্ঘ সময় আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়। আলাপ আলোচনান্তে নিম্ন লিখিত  প্রকল্প ও বাস্তবায়নের সিদ্ধান্ত সভায় সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।

 

 

-ঃপ্রকল্প নিম্ন রুপঃ-

১। বহেড়াতৈল বাজারের ড্রেইন নির্মাণ। বরাদ্দ =৬১,৪২৫/-

 

-ঃপ্রকল্প বাস্তবায়ন কমিটিঃ-

১/   ছালমা বেগম                       ইউ.পি সদস্য                         সভাপতি                     

২/   সুলেখা বেগম                ’’                                      সেক্রেঃ

৩/  ’’ লিলি আক্তার                         ’’                                  সদস্য

৪/   ’’ আঃ হামিদ মিয়া                  সঃ সেঃ                         ,,

৫/  ’’  সোনা মিয়া                       সঃ সেঃ                                 ’’

 

 

অতঃপর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।

 

 

 

 

স্বাক্ষক: অস্পষ্ট

তারিখ: ১৮/০২/২০১৬ ইং

          বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন। অদ্যকার সভাপতি সাহেব সভার আসন গ্রহন করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরম্ন করার জন্য অনুমতি প্রদান করেন। বিগত সভা গুলির উপর অনেক্ষন আলাপ

আলোচনা অমেত্ম সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। জনাব সভাপতি সাহেব অবগত করেন যে, সারা দেশব্যাপি অর্থনৈতিক শুমারী শুরম্ন হয়েছে। তারই অংশ হিসাবে অত্র বহেড়াতৈল ইউনিয়নে সফল করতে হবে। এ ব্যাপারে তিনি কমিটির সকল সদস্যদের কে সহযোগিতা করার জন্য আহবান জানান। সভাপতি সাহেব আরো বলেন যে এ কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা হোক। তার প্রসত্মাবের পর সভায় বিসত্মারিত আলোচনা করা হয়। মানুষকে আইন শৃংখলা বিষয়ে তিনি মাইকিং সহ ব্যাপক প্রচার প্রচারনা মাধ্যমে জনগনকে সচেতন করার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষন করেন। বিস্তারিত আলোচনা শেষে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতার পাশাপাশি প্রচারের মাধ্যমে জনগনকে সচেতন ও উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত  সম্মতি ক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।