Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মধুমতি ডিজিটাল ব্যাংকিং এর শুভ উদ্ভোধন
Details

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বহেড়াতৈল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আজ ০৪/০২/২০১৬ইং হতে কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী জনাব আব্দুল্লাহ আল জ্যাকব, আরো উপস্থিত থাকবেন হুমায়ুন কবির, চেয়াম্যান, শেখ সালাউদ্দিন, ভাইজ চেয়ারম্যান, ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস, চেয়ারম্যান, সালাউদ্দিন আলমগীর, পরিচালক, মোস্তফা কামাল, চেয়ারম্যান, (মধুমতি ব্যাংক লিঃ), অনুপম শাজাহান জয়, এমপি, টাঙ্গাইল-৮ এবং এটুআই প্রতিনিধি যোবায়ের আলম, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়।

 

এর মাধ্যমে যে সকল সেবা পাওয়া যাবে:

 

১। একাউন্ট খোলা

২। নগদ টাকা জমা

৩। নগদ উত্তোলন

৪। এক একাউন্ট থেকে অন্য একাউন্টে ফান্ড হস্তান্তর

৫। বিদেশ থেকে প্রেরিত টাকা উত্তোলন

৬। ক্লিয়ারিং চেক জমা এবং ই.এফ.টি.এন (যে কোন ব্যাংকেংর যে শাখার একাউন্টে টাকা হস্তান্তর)

৭। বিদ্যুৎ বিল পরিশধ

৮। ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে যে কোন ধরনের ঋণ প্রাপ্তি

 

উল্রেখ্য যে, এসকল কাজ ইন্টারনেট ভিত্তিক।

Attachments
Image