Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বহেড়াতৈল স্মৃতিসৌধ
স্থান
বহেড়াতৈল, সখিপুর, টাঙ্গাইল।
কিভাবে যাওয়া যায়
সখিপুর তালতলা চত্তর থেকে ১ কি.মি উত্তর হয়ে ৭ কি.মি পশ্চিমে বহেড়াতৈল বাজারের উত্তর পাশে অবস্থিত।
বিস্তারিত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল এ সখিপুরের এই বহেড়াতৈল বাজারে। সেই মুক্তিযুদ্ধের  নিদর্শন হিসেবে এ উপজেলায় স্থাপিত হয়েছে এ স্মৃতি সৌধ। এখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও চিকিৎসার ব্যবস্থা ছিল। এ স্থানে মহান মুক্তিযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ স্মৃতির নিদর্শন হিসেবে এখানে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ।