সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক সু-নাম এবং সাহায্য পেয়ে আসছে। সেই ধারায় গ্রাম অঞ্চলে ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে মধুমতি ব্যাংক প্রাঃ লিঃ বাংলাদেশ সরকারের এটুআই'র সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে। যার ফলস্বরূপ এটুআই'র নির্দেশনা মোতাবেক, বাংলাদেশ ব্যাংকের বিধিমোতাবেক মধুমতি ব্যাংক প্রাঃ লিঃ এর তত্তাবধানে অত্র উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ২নং বহেড়াতৈল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এর কার্যক্রম শুভ উদ্ভোধন হতে চলছে।
এর মাধ্যমে যে সকল সেবা পাওয়া যাবে:
১। একাউন্ট খোলা
২। নগদ টাকা জমা
৩। নগদ উত্তোলন
৪। এক একাউন্ট থেকে অন্য একাউন্টে ফান্ড হস্তান্তর
৫। বিদেশ থেকে প্রেরিত টাকা উত্তোলন
৬। ক্লিয়ারিং চেক জমা এবং ই.এফ.টি.এন (যে কোন ব্যাংকেংর যে শাখার একাউন্টে টাকা হস্তান্তর)
৭। বিদ্যুৎ বিল পরিশধ
৮। ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে যে কোন ধরনের ঋণ প্রাপ্তি
উল্রেখ্য যে, এসকল কাজ ইন্টারনেট ভিত্তিক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস