১৯৮০ সালে অত্র বিদ্যালয়টি এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির মোট জমির পরিমান ১ একর ৬৪ শতাংশ। সখিপুর উপজেলা সদর হতে ১০কিমি পশ্চিমে অবস্থিত।
কালিয়ান উচ্চ বিদ্যায়লয়টি ১৯৮০ সালে জুনিয়র স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৮ সাল পর্যন্ত চলে। পরবর্তিতে ১৯৮৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য যে, ১৯৮৩ সালে নিম্ন মাধ্যমিক এবং ১৯৯৫ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম,পি,ও ভুক্তি লাভ করে।
নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১১ জন। কমিটির অনুমোদনের তারিখ ২২-০৯-২০১৩ ইং সাল স্মারক নং- ১৯২/টাং/৬৮০। মেয়াদকাল ০৫-১০-২০১৩ থেকে ০৪-১০-২০১৫ সাল পর্যন্ত।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ কামরুজ্জামান | সভাপতি |
০২ | জনাব আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক | প্রতিষ্ঠাতা সদস্য |
০৩ | জনাব মোঃ আনোয়ার হোসেন | অভিভাবক সদস্য |
০৪ | জনাব মোঃ মোফাজ্জল হোসেন | অভিভাবক সদস্য |
০৫ | জনাব মোঃ ফরহাদ হোসেন | অভিভাবক সদস্য |
০৬ | জনাব মোঃ হারুন-অর-রশিদ | অভিভাবক সদস্য |
০৭ | জনাব মোঃ হুমায়ুন কবির | কো-অপ্ট সদস্য |
০৮ | জনাবা আনোয়ারা খাতুন | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য |
০৯ | জনাব আবুল কালাম আজাদ | শিক্ষক প্রতিনিধি সদস্য |
১০ | জনাব মোঃ ওমর ফারুক | শিক্ষক প্রতিনিধি সদস্য |
১১ | জনাব মোঃ আঃ ছামাদ মিয়া | প্রধান শিক্ষক/ সদস্য সচিব |
এস.এস.সি | ২০১৪------ ৯০% ২০১৩------ ৮১% ২০১২------ ৮০% ২০১১------ ৮৯% ২০১০------ ৮৬% |
জে.এস.সি | ২০১৩------ ৯২% ২০১২------ ৭১% ২০১১------ ৯১% ২০১০------ ৯৪% |
বিদ্যালয়ের উপবৃত্তির সংখ্যা ৭১। এছাড়া উল্লেখ্য ছাত্র ২২ জন এবং ছাত্রী ৪৯ জন।
খেলাধুলায় উপজেলা পর্যায়ে একবার চ্যাম্পিয়ান ও একবার রানার্স আপ এবং স্কউটিং ও সাংস্কৃতিক কার্যক্রমে উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আগামীতে পাবলিক পরীক্ষাসহ অভ্যন্তরীন সকল পরীক্ষার ফলাফল শতভাগ নিশ্চিত করা এবং বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নের জন্য একটি পৃথক বিজ্ঞানাগার স্থাপন করা। বিদ্যালয় পাঠাগারে বইয়ের সংখ্যা বৃদ্ধি করা। সহ পাঠ্যক্রমিক শিক্ষা জোরদার করা। বিদ্যালয়ে একটি মিলনায়ত স্থাপন করা। ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপনে উদ্ধুদ্দ করা।
কালিয়ান উচ্চ বিদ্যালয়,উপজেলা- সখিপুর, জেলা- টাংগাইল।
kalianhighschool@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস