বিদ্যালয়টি সখিপুর উপজেলার বহেড়াতৈলইউনিয়নের অন্তর্ভূক্ত ধোপারচালা গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ পাশে রয়েছে গড় গজারির বন। বিদ্যালয়ের পশ্চিমে রয়েছে একটি ছোট বাজার এবং ছোট বড় অনেক বাড়ী। এক কথায় জন বসতি। উত্তর পার্শে রয়েছে জন বসতি। বিদ্যালয়ের চারপাশে রয়েছে বিভিন্ন গাছপালায় আবৃত বন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই বিদ্যালয়টি প্রাণ সঞ্চার করিয়াছে। উল্লেখ্য যে, এই গ্রামটি একটি আদিবাসী অধ্যূসিত গ্রাম। স্বাধীনতার পূর্বে এই গ্রামে কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এই বিদ্যালয়টিই গ্রামের প্রথম প্রতিষ্ঠান। যাহা স্থাপিত হয়েছে ১৯৮৯ ইং সনে। এই বিদ্যালয়ের ভবনটি অত্যন্ত জড়াঝীর্ণ অবস্থায় আছে। লাইব্রেরীর ছাদ দিয়ে পানি ঝড়ে। ফলে প্রয়োজনীয় কাগজ-পত্র নষ্ট হয়ে যায়।
এই এলাকায় শিক্ষার আলো বিস্তার করার লক্ষ্যে অত্র এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে এক সাধারণ সভা করে সর্ব সম্মতি ক্রমে একমত হয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিার কাজ আরম্ভ করা হয়। এলাকার সকল মানুষের সার্বিক সহযোগীতায় কাজ করে গত ০৬/০৮/১৯৯৪ইং সনে রেজিস্ট্রার্ড ভুক্ত করা হয়। যাহার নং- ৮৮৫। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর অনেক ছাত্র/ছাত্রী সমাপনী পরীক্ষায় পাশ করে। বর্তমানে উচ্চ বিদ্যালয়, কলেক এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এবং কেউ কেউ বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত আছে। যাহার সুফল এলাকাবাসী ভোগ করছে।
ক্রঃনং নাম পদবী
০১। রমেশ কুমার কোচ সভাপতি
০২। জনাব মোঃ শাহজাহান মিয়া সহ-সভাপতি
০৩। জনাব মোঃ ছানোয়ার হোসেন দাতা সদস্য
০৪। জনাবা হাছনা খাতুন বিদ্যোৎসাহী সদস্যা
০৫। জোসনা রাণী সদস্য
০৬। জনাব মোঃ লাভু মিয়া সদস্য
০৭। শেফালী রাণী সদস্য
০৮। মোঃ আ: ছবুর মিয়া ইউ.পি. সদস্য
০৯। প্রফুল্য কুমার চৌধুরী শিক্ষক প্রতিনিধি উচ্চ বিদ্যালয়
১০। মোঃ রায়হান সরকার শিক্ষক প্রতিনিধি নিজ বিদ্যালয়
১১। স্বপন সরকার সদস্য সচিব
২০০৯ সাল-১০০% ২০১০ সাল- ১০০%
২০১১ সাল- ১০০% ২০১২ সাল- ১০০%
২০১৩ সাল- ১০০%
মোট ছাত্র/ছাত্রীর উপর ৫০% হারে উপবৃত্তি।
সন্তোসজনক সার্বিক কাজে প্রত্যন্ত পল্লী এলাকায় প্রতিষ্ঠানটি শিক্ষার সহায়ক।
শিক্ষার হার ও মান বৃদ্ধির।
মোবাইলঃ ০১৭২০-৯৪১১১৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস