বর্তমানে এই বিদ্যালয়টি বেশ যুকিপূর্ণ।
ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৩/৯৪ সালে স্থাপিত হয়। স্থাপন কালে ইহা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ছিল। পরবর্তীতে ইহা রেজিঃ প্রাপ্ত হয়। রেজি নং- ১০৩০/৯, তারিখ- ২২/০৫/২০১১ইং। প্রাথমিক অবস্থায় বিদ্যালয়টি ১ ভবনের ২ কক্ষ ছিল এবং ১টি টয়লেট ছিল। বর্তমানে বিদ্যালয়টি স্থানীয় সরকারের সহায়তায় ১টি টিনের দুচালা নির্মাণ করা হয়। পুরাতন ভবনের কক্ষদ্বয়ের দেয়াল ও ফ্লোর ধ্বশে পড়ে নষ্ট হয়েছে এবং উপরের টিন ছিদ্র হইয়া বৃষ্টির পানি পড়ে। ফলে শিক্ষার্থীদের পাঠ দান বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। ছাত্র/ছাত্রীদের সবার আসবাবের ঘাটতি থাকার কারণে তাদের শ্রেণি ব্যবস্থাপনায় ব্যবহত হচ্ছে।
১। মোঃ নুরুল হক ----------সভাপতি------------০১৭৩১৯৪৫৯৫৫
২। মোঃ মোতাহের হোসেন-----দাতা সদস্য---------
৩। মোখলেছ আক্তার--------বিদ্যুৎসাহি----------
৪। মোঃ হায়দার আলী-------অভিভাবক সদস্য-----
৫। মোঃ ওসামান মিয়া--------অভিভাবক সদস্য------
৬। বিলকিছ আক্তার ----------অভিভাবক সদস্যা----------
৭। আসমা আক্তার---------অভিভাবক সদস্য-------
৮। সরওয়ার্দী মিয়া------- উচ্চ বিদ্যালয় শিক্ষক-----
৯। সাদিয়া আক্তার--------শিক্ষক প্রতিনিধি----
১০। মীর মাহমুদ শাহীন--------ইউপিসদস্য------
১১। মোহাম্মদ জহিরুল ইসলাম------সচিব/প্রধান শিক্ষক------
২০০৯ সাল হইতে বিদ্যালয়টি ৫ম শ্রেণি পর্যন্ত পরিচালিত হওয়ার পর
২০০৯ সালে পাশের হার ১০০%; ২০১০ সালে পাশের হার ৯০%;
২০১১ সালে পাশের হার- ১০০% ২০১২ সালে পাশের হার- ১০০%
২০১৩ সালে পাশের হার- ১০০%
মোট ছাত্র/ছাত্রীর উপর ৫০% হারে উপবৃত্তি।
খেলাধুলায় পারদর্শি হয়ে ইউনিয়ন পর্যায় হতে উপজেলা পর্যন্ত।
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করা ও বিদ্যালয়টিকে ৮ম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা আছে।
ঘাটেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যায়ল
সখিপুর, টাঙ্গাইল।
মোবাইলঃ ০১৭৩৫- ১৯৬৪০২
ইমেইল- 60ggps@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস