বিদ্যালয়টি সখিপুর উপজেলার অন্তর্গত বহেড়াতৈল ইউনিয়নের বহেড়াতৈল গ্রামে ১৯৭০সালে প্রতিষ্ঠিত। জমির পরিমান ১৩ একর। ৩টি টিনের ঘর ১৫১হাত *১২হাত। আধাপাকা ভবন ৩০হাত * ১২হাত। পাকা ভবন ১১৫হাত * ৩০হাত। পাকা টয়লেট ৪টি, নলকূপ ২টি, স্টিলের আলমারী ২টি, কাঠের আলমারী ৬টি,সেক্রেটারী টেবিল ৪টি, ক্লাশ টেবিল ১০টি, অফিস চেয়ার ৩০টি, ব্লাক বোর্ড ১২টি, বেঞ্চ ১০২টি, কম্পিউটার ০১টি।
বহেড়াতৈল গ্রামটি অত্যন্ত লাল মাটির পাহাড়ি এলাকায় অবস্থিত ।এই এলাকায় তেমন শিক্ষার আলো না থাকায় কিছু শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের সমন্বয়ে এলাকায় শিক্ষা বিস্তারের জন্য একটি বিদ্যালয় স্থাপন করা মনস্থ করেন।তাই ১৯৭০ সনে কয়েক ব্যক্তি এবং এলাকার সর্ব সাধারণের ইচ্ছায় বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তাদের মধ্যে অন্যতম ব্যক্তির মধ্যে ১।মরহুম হাছান প্রেসিডেন্ট সাহেব ২ । শামস ই তারবীন
৩ ।কছিম উদ্দিন ৪ । মরহুম জাফর আলী ৫ । চান মাহমুদ ৬। রওশন আলী ৭। খালেক ৮। সিরাজ আলী সাহেব । বিদ্যালয়টি এলাকার সর্ব সাধারনের সাহায্য সহযোগীতায় তিলে তিলে গড়ে উঠে। বর্তমানে বিদ্যালয়ে ৫০০ জনের অধিক ছাত্র/ছাত্রী লেখাপড়া করিতেছে । সুনামের সাথে বিদ্যালয়টি ভাল ফলাফল করে আসিতেছে । বিদ্যালয়টির দীর্ঘায়ু হউক । এই কামনা করি ।
নাম | পদবী |
মোঃ সোহেল সরকার | সভাপতি |
জনাব মোঃ আবু বকর সিদ্দিকী | শিক্ষক প্রতিনিধি |
জনাব মোঃ ওসমান গণি | শিক্ষক প্রতিনিধি |
জনাব পলি | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
জনাব মোঃ রাজা মাহমুদ | অভিভাবক সদস্য |
জনাব মোঃ মজিবর রহমান | অভিভাবক সদস্য |
জনাব মোঃ ছায়েম মিয়া | অভিভাবক সদস্য |
জনাব মোঃ শহিদুল ইসলাম | অভিভাবক সদস্য |
জনাব কোহিনুর আক্তার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
আলহাজ ফিরোজ সিদ্দিকী | বিদ্যুৎসাহী সদস্য |
জনাব মোঃ সাদেকুর রহমান | সদস্য সচিব/প্রধান শিক্ষক |
এস.এস.সি | 2014---- 88.57 %, 2013----95.23 %, 2012---80 %, 2011---86.0৫ % 2010—58.97 %. |
জে.এস.সি | 2013-----73.49 %, 2012---78.57 %, 2011----63.23 %, 2010----69.38 % |
লেখাপড়ার গুণগত মান ভালপরীক্ষারফলাফল সন্তোষজনক।
বর্তমান সরকারের শিক্ষানীতি অনুসারে বিদ্যালয়টি একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানে
রুপান্তরিত করার লক্ষ্যে এলাকার মানুষের একান্ত আগ্রহ রয়েছে।
Mob 01724-454654
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস