ভুগলী চালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়নঃ বহেড়াতৈল, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। বিদ্যালয়টি সখিপুর উপজেলা হতে ৮কিঃ মিঃ পশ্চিমে ভুগলী চালা গ্রামে অবস্থিত। জমির পরিমাণ ৫৩ শতাংশ। বিদ্যালয় ভবনটি চার কক্ষ বিষিষ্ট একটি একতলা বিল্ডিং ভবন।
১৯৮৭ সালে স্থানীয় লোকজনের সহায়তায় ভুগলিচালা গ্রামে ৪০ হাত দৈর্ঘ্য এবং ৯ হাত প্রস্থ বিশিষ্ট একটি চারচালা কাঁচা টিনের ঘর নির্মান করে চারজন শিক্ষক দ্বারা ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিনা বেতনে সেচ্ছা শ্রমের মাধ্যমে কয়েক বৎসর যাবত শিক্ষক গণ শ্রেণি করিতে থাকেন। ১৯৯৪ সালে সরকার কর্তৃক বিদ্যালিয়টি রেজিস্ট্রেশন ভুক্ত হয়। পরবর্তীতে সরকারীভাবে শিক্ষকদের সামান্য পরিমাণে বেতন, ভাতা চালু করেন। ২০০১ ও ২০০২ সালের মধ্যে সরকারী ভাবে ৬১.৫ Í২৭.৫ একটি পাকা দালান এবং কিছু আসবাবপত্র ১টি টিউবয়ে, ২টি টয়লেট পুনঃ নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টি সরকারী নীতিমালায় সঠিকভাবে চালু আছে।
১৯৮৭ সালে স্থানীয় লোকজনের সহায়তায় ভুগলিচালা গ্রামে ৪০ হাত দৈর্ঘ্য এবং ৯ হাত প্রস্থ বিশিষ্ট একটি চারচালা কাঁচা টিনের ঘর নির্মান করে চারজন শিক্ষক দ্বারা ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিনা বেতনে সেচ্ছা শ্রমের মাধ্যমে কয়েক বৎসর যাবত শিক্ষক গণ শ্রেণি করিতে থাকেন। ১৯৯৪ সালে সরকার কর্তৃক বিদ্যালিয়টি রেজিস্ট্রেশন ভুক্ত হয়। পরবর্তীতে সরকারীভাবে শিক্ষকদের সামান্য পরিমাণে বেতন, ভাতা চালু করেন। ২০০১ ও ২০০২ সালের মধ্যে সরকারী ভাবে ৬১.৫ Í২৭.৫ একটি পাকা দালান এবং কিছু আসবাবপত্র ১টি টিউবয়ে, ২টি টয়লেট পুনঃ নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টি সরকারী নীতিমালায় সঠিকভাবে চালু আছে।
বর্তমান পরিচালনা কমিট তথ্য | সদস্য সংখ্যা ১১জন। কমিটি গঠন ১৫-০৬-২০১৩খ্রিঃ | |
নামঃ | পদবী | |
১। হাজী আঃ ছাত্তার মিয়া | সভাপতি | |
২। মোঃ লাভু মিয়া | সহ-সভাপতি | |
৩। আঃ ছালাম মিয়া | বিদ্যুাৎসাহী সদস্য | |
৪। মোছাঃ হুনোফা | বিদ্যুাৎসাহী মহিলা সদস্য | |
৫। মোঃ ছবুর মিয়া | ইউ/পি সদস্য | |
৬। মোঃ জুলফিকার | উচ্চ বিদ্যালয় শিক্ষক | |
৭। মোঃ সায়েম মিয়া | অভিভাবক সদস্য | |
৮। মোসাঃ শিউলী | মহিলা সদস্য | |
৯। মোসাঃ নাজমা | মহিলা সদস্য | |
১০। পারভীন | শিক্ষক প্রতিনিধি সদস্য | |
১১। মোঃ বিল্লাল হোসেন | প্রধান শিক্ষক সচিব |
২০১১-১০০%, ২০১২-৯৬%, ২০১৩-১০০%।
৫০%
১০০%
বিদ্যালয় থেকে কোন শিশু ঝড়ে না পরে। পাঠদান কার্যক্রম উন্নত করা। বিদ্যালয়টিকে জাতীয়করন কামনা করছি। শ্রেনী কক্ষ ও শিক্ষক বৃদ্ধি করে দুই শিফট বিদ্যালয় গুলোকে এক শিফটে চালু করা প্রয়োজন ০৫ (পাঁচ) জন শিক্ষকের প্রয়োজন, একজন পিয়নের প্রয়োজন,একটি নতুন ভবনের প্রয়োজন । পুরাতন ভবনটি মেরামতের বিশেষ প্রয়োজন। বিদ্যালয়ের সামনের মাঠটি ভরাট করা ও চার পাশে প্রাচীর করা প্রয়োজন, বিদ্যালয়টিতে ৮ম শ্রেনি পর্যন্ত চালু করা প্রয়োজন।
ভুগলীচালা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পোঃ বহেড়াতৈল, সখিপুর, টাঙ্গাইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস