গোহাইল বাড়ী গ্রামের ১নং ওয়ার্ডে( গোহাইল বাড়ী আ: গণি উচ্চ বিদ্যালয়ের নিকটে) অবস্থিত। আধাপাকা ৪ টি টিনের ঘরে ৮ টি কক্ষে বিদ্যালয় কার্যক্রম চালু আছে। বিদ্যালয়টিতে পানীয়জলের সুব্যবস্থাসহ স্বাস্থ্যসম্মত শৌচাগার ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার আছে। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১০ জন। এ বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান সড়ক খেকে বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তার সংযোগ আছে। বিদ্যালয়টি গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।
গ্রামের কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তি—১) মো: সেলিম খান ২) মো: মাইন উদ্দিন ৩) আবুবকর সিদ্দিকী ৪) মোসা: হামিদা আক্তার প্রমুখ এদের প্রচেষ্টায় এই বিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। পাঠ কার্যক্রম চালানোর জন্য মো: হযরত আলী সরকারের বাড়ী ভাড়া নেওয়া হয়। বিদ্যালয় পরিচালনার জন্য জনাব মো: সেলিম খানকে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়। এভাবে বিদ্যালয়টির পথচলা শুরু হয়। ২০১০ সাল পর্যন্ত বিদ্যালয় কার্যক্রম বেশ ভালভাবে চলতে থাকে। ২০১১ সালের পর বিদ্যালয়টি নানা সমস্যার সন্মুখীন হয় এবং অস্তিত্ব্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তখন এই দুরাবস্থায় বিদ্যালয়টিকে পৃষ্ঠপোষকতা দান করার জন্য এগিয়ে আসেন- ১) মো: নজরুল ইসলাম, সাবেক চেয়্যারম্যান, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ, ২) মো: রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী, ৩) এস, এম, আসাদুজ্জামান, এম, এ বি এড, সহকারী শিক্ষক, বহেড়াতৈল সরকারি প্রা.বিদ্যালয়। এছাড়াও বাড়ীর মালিক হিসেবে জনাব মো: হযরত আলী সরকার তাঁর সহযোগিতা অব্যাহত রাখেন। বিদ্যালয় পরিচালনার জন্য এস. এম. আসাদুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তিগত সমস্যার কারণে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: সেলিম খান ২০১৪ সালের প্রথম দিকে অব্যাহতি গ্রহণ করেন এবং জনাব সেলিনা বিএ (অনার্স), এম এ বাংলা প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।
ক্রমিক নং | নাম | পদবী | |
০১ | মো: নজরুল ইসলাম |
| সভাপতি |
০২ | মোঃ রেজাউল করিম | সহ-সভাপতি | |
০৩ | মোঃ হযরত আলী সরকার | সদস্য | |
০৪ | মরিয়ম আক্তার | দস্য | |
০৫ | খাদিজা আক্তার | সদস্য | |
০৬ | মো: হাসমত আলী | সদস্য | |
০৭ | এ.কে.এম. আকরামুজ্জামান | সদস্য | |
০৮ | মো: আইন উদ্দিন | সদস্য | |
০৯ | মো: বছির উদ্দিন | সদস্য | |
১০ | তাজুল ইসলাম |
| সদস্য |
১১ | সেলিনা |
| সদস্য সচিব |
১২ | শাহীনুর ইসলাম | সদস্য | |
১৩ | |||
১৪ | আসাদুজ্জামান | পরিচালক |
সাল | বালক | বালিকা | মোট | পাশের হার |
২০১২ | ০৩ | ০১ | ০৪ | ১০০% |
২০১৩ | ০৪ | ০০ | ০৪ | ১০০% |
প্রযোজ্য নহে।
শিক্ষার হার বৃদ্ধি, ঝরে পড়ার হার হ্রাস।
মানসম্মত পাঠদান নিশ্চিত করে আদর্শ কিন্ডারগার্টেন স্কুল হিসেবে গড়ে তোলা।
০১৭৬৪১৫৫৫৫৫
ক) কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি ২০১২
১) সাদিয়া আক্তার- ১ম শ্রেণী- সাধারণ গ্রেড
২) ইভা খান - ৩য় শ্রেণী- সাধারণ গ্রেড
খ) কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি ২০১৩
১) মো: সিয়াম - নার্সারী – সাধারণ গ্রেড
২) সামিনা আক্তার – ১ম শ্রেণী- সাধারণ গ্রেড
৩) খাদিজা -৩য় শ্রেণী- সাধারণ গ্রেড
৪) ইভা খান- ৪র্থ শ্রেণী- সাধারণ গ্রেড
গ) মানিক স্মৃতি মেধা বৃত্তি ২০১৩ইং
১) রাকিব হাসান- ৪র্থ শ্রেণী –ট্যালেন্টপুল-প্রথম স্থান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস