গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম- গোহাইলবাড়ী, ডাকঘর- নাগবাড়ী, পোষ্ট কোড- ১৯৭২, ইউনিয়ন- বহেড়াতৈল, উপজেলা- সখিপুর, জেলা- টাংগাইল। বিদ্যালয়টি গ্রামের পূর্ব প্রান্তে সখিপুর থেকে কালিহাতি যাওয়ার পথে মূল রাস্তা সংলগ্ন অবস্থিত। জমির পরিমাণ- ১৫ (পনের) শতাংশ। চার কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন। চার কক্ষ বিশিষ্ট বাতিল ভবন একটি। বর্তমানে ভবনটি ঝুকিপূর্ণ।
এই বিদ্যালয়টির ইতিহাস অনেক পুরনো। এটি ১৯১৫ সনে তৎকালীন সমাজ হিতৈষী ব্যক্তিবর্গদের সমন্বয়ে প্রতিষ্ঠিত। এটি পূর্বে কালিহাতী থানার অন্তর্ভূক্ত ছিল। বর্তমানে সখিপুর উপজেলাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ক্রঃনং | নাম | পদবী |
০১। | জনাব এম.এ. কাদির | সভাপতি |
০২। | জনাব মোঃ সাইদুর রহমান | সহ-সভাপতি |
০৩। | জনাব মোঃ শাহজাহান মিয়া | দাতা সদস্য |
০৪। | জনাবা নুরজাহান আক্তার | বিদ্যোৎসাহী সদস্যা |
০৫। | জনাব মোঃ মোন্নেছ আলী | সদস্য |
০৬। | জনাব মোঃ আঃ জলিল | সদস্য |
০৭। | জনাবা ফরিদা ইয়াসমিন | সদস্য |
০৮। | জনাবা সেলিনা আক্তার | সদস্য |
০৯। | জনাব মোঃ বছির উদ্দিন | ইউ.পি. সদস্য |
১০। | মোহাম্মদ আব্দুর রউফ | শিক্ষক প্রতিনিধি সদস্য |
১১। | মোঃ জাহাংগীর আলম | প্রধান শিক্ষক/সদস্য সচিব |
২০০৯ সাল-১০০% ২০১০ সাল- ১০০%
২০১১ সাল- ১০০% ২০১২ সাল- ১০০%
২০১৩ সাল- ১০০%
মোট শিক্ষার্থীর উপর ৫০% হারে শিক্ষা উপবৃত্তি।
বিদ্যালয়ের সার্বিক ফলাফল সন্তোষ জনক।
সুসজ্জিত একটি স্কুলে উন্নীত করা।
মোবাইল নস্বরঃ ০১৭১৩- ৫৮১৭১৫।
২০১৩ইং সালের- তানভীর হোসেন শিহাব- টেলেন্টপুলে বৃত্তি।
আরফিন আফসানা- টেলেন্টপুলে বৃত্তি।
ফারহানা আক্তার লাবণ্য- টেলেন্টপুলে বৃত্তি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস