বিদ্যালয়টি সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নভূক্ত যোগীরকোফা (বাগপাড়া) গ্রামের উত্তরপার্শ্বে অবস্থিত। বিদ্যালয়টির পশ্চিম পার্শ্বে একটি বিল আছে। বিদ্যালয়ের চারপার্শ্বে গাছ গাছড়ায় আবৃত ছায়া সুনীবিড় পরিবেশ বিরাজমান। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এই বিদ্যালয়টি প্রাণ সঞ্চার করিয়াছে। উল্লেখ্য যে, এই যোগীরকোফা গ্রামে স্বাধীনতার পর সরকারী ও বেসরকারভাবে শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান ছিলনা। এটাই এই গ্রামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। যাহা স্থাপিত হয়েছে ১৯৮৪ইং সনে। এই বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে। দেয়াল আড়াআড়িভাবে্ ফাঁটল ধরায় যে কোন সময় ধ্বসে যাওয়ার সম্ভাবনা।
এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্যও এলাকার শিক্ষার আলো বিস্তার করার লক্ষ্যে এলাকর সকল হিতৈষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সাধারণ সভা করে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠার কাজ শুরু করা হয়। এলাকার সকল মানুষের সার্বিক সহযোগীতায় কাজ করে গত ২০/০২/১৯৯১ইং সনে রেজিষ্ট্রেশন পাওয়া যায়। যাহার রেজিঃ নং ৯২/৭৯৬। এবং ২০১৩ ইং সালে জাতীয় করণ করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর অনেক ছেলে মেয়ে ৫ম শ্রেনী পাশ করে গিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশুনা করে ভাল ফলাফল অর্জন করে চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। যাহার সুফল এলাকার অভিভাবকগণ ভোগ করিতেছেন।
ক্রমিক নং | নাম | পদবী |
01 | আলহাজ নয়ম উদ্দীন | সভাপতি |
02 | মোঃ মামুন মিয়া | সহ-সভাপতি |
03 | মোঃ আবু বকর সিদ্দীকী | সদস্য |
04 | মোঃ বছির উদ্দীন | সদস্য |
05 | মোঃ জামাল হোসেন | সদস্য |
06 | মোঃ আব্দুস সামাদ | সদস্য |
07 | মনোয়ারা বেগম | সদস্য |
08 | আলেয়া বেগম | সদস্য |
09 | আমেনা বেগম | সদস্য |
10 | খালেদা ফারহানা | সদস্য |
11 | মোঃ আজাহারুল ইসলাম | সদস্য সচিব |
সাল | বালক | বালিকা | মোট | পাশেরহার | টেলেন্টপুলেবৃত্তি | সাধারণবৃত্তি | মোটবৃত্তি |
২০১১ | 08 | 11 | 19 | 100% | - | - | - |
২০১২ | 09 | 18 | 27 | 95% | - | - | - |
২০১৩ | 09 | 12 | 21 | 100% | - | - | - |
২০১৪ | 11 | 13 | 24 | 100% | - | - | - |
২০১৫ | 08 | 10 | 18 | 90% | - | - | - |
সাল | বালক | বালিকা | মোট | পাশেরহার | মন্তব্য |
২০১৬ | ৬৮ | ৭৪ | ১৪২ | ১০০% | বার্ষিক পরীক্ষায় ৩৩% এর কম নম্বর পাওয়া বাকি গুলো বাদ |
বিদ্যালয়ের সার্বিক কাজের ফলাফল সন্তোষজনক
শিক্ষার হার ও মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে বিদ্যালয়টিকে সুসজ্জিত হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মোবাইল নস্বরঃ ০১৭৪৯ - ৬৯৩০১০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস