বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ৫০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত।
টাঙ্গাইল জেলার অর্ন্তগত সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নস্থ 30 নং কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1969খ্রিঃ প্রতিষ্ঠিত। কালিয়ান গ্রামস্থ কালাঘারির নদীর পশ্চিম পাড়ে মোল্লার টিকর নামক স্থানে এর অবস্থান। গ্রামের কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তির উদ্দ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত ।
বিদ্যালয়টির পুর্ব ইতিহাস উদ্ ঘাটন করলে দেখা যায়, প্রথমত এটি ছিল একটি ক্লাবঘর। 1963 সনের 13 মে গ্রামের কিছু সংখ্যক ছাত্র যুবক সম্মিলিত হয়ে কালিয়ান পল্লী উন্নয়ন সমিতি নামে একটি সমতি গঠন করেন । উদ্যোগতাগণের মধ্যে ছিলেন কাজী সাইদুর রহমান, মির্জা আযহার আলী, আবুল হোসেন, ওসমান গণি, গোলাম মোস্তাফা, গিয়াস উদ্দিন, খোরশেদ আলম, মোসলেম উদ্দিন, আজগর আলী, আব্দুল মজিদ, সুবল চন্দ্র সরকার, কাজী আনিছুর রহমান, কাজী হমুনছুর রহমান, আঃ রাজ্জাক, ফরহাদ আলী প্রমূখ ব্যক্তি বর্গ। প্রথম সেক্রেটারি ছিলেন মির্জা আযহার আলী, সহসেক্রেটারী আঃ রাজ্জাক, সাবিক পরিচালনায় কাজী মুনছুর রহমান।
তৎকালীন সময়ে কালিয়ান গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ ডাঃ মুক্তার আলী, মৌলবী কাজী সামছুর রহমান, আলহাজ হুরমুজ আলী , হাজী কাজিম উদ্দীন, জোনাব আলী সরকার, সর্বেশ সরকার, আলহাজ আঃ মজিদ, মুন্সী রমিজ উদ্দীন প্রমুখ ব্যক্তিবর্গের প্রস্তাবণায় উক্ত ঘরে দারুল উলুম মাদ্রাসা খোলার সিন্ধান্ত গৃহিত হয় অতপর 1965 সনের জানুয়ারী মাস হতে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়। উক্ত মাদ্রাসায় পর্যায়ক্রমে শিক্ষকতা করেন আলহাজ আবুল হোসেন, আব্দুল হাই, আঃ ছাত্তার, মুজিবর রহমান, মোসলেম উদ্দিন, কাজী বাসিরুল ইসলাম, নুরুল ইসলাম, গোলাম মোস্তফা , সিদ্দিকুর রহমান, আরফান আলী খান। উল্লেখ্য এরা সবাই নাম মাত্র বেতন সেচ্ছা শ্রম দিতেন। কমিটির সভাপতি আলহাজ ডাঃ মোক্তার আলী এবং সেক্রেটারী ছিলেন হাজী কাজিম উদ্দিন মুন্সী। সপ্তাহিক মুষ্টির চাল , এককালীন চাঁদা ও ধনাঢ্য ব্যক্তি গণে সেচ্ছা দান ছিল অথ সংগ্রহের একমাত্র উৎস। গ্রামীকান ছেলেমেয়ে ছাড়াও পাশ্ববর্তী এলাকার ছেলে মেয়েরা এসে অত্র মাদ্রসায় ভর্তি হয়, এমতো অবস্থায় গৃহ সম্প্রসারন জরূরী হয়ে পড়ে।কিন্তু অথ সংকট হেতু নতুন গৃহ নির্মান সম্ভব হচ্চিলনা।
মাদ্রাসার এহেন ক্রান্তি লগ্নে বিশ্বস্তসূত্রে জানা গেল মাদ্রাসাটি সররকারি প্রাইমারি স্কুল হিসাবে মঞ্জুরী পেতে পারে। প্রয়োজন কিছু জমি দান পত্র, শিক্ষক, বিদ্যালয়, গৃহ ও আসবাব পত্র। তড়িঘড়ি করে সাধারণ অধিবেশন আহবান করা হলো মাদ্রাসা প্রাঙ্গনে। সব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হলো প্রাইমারি স্কুল করার। জমি দান করেন আলহাজ মোক্তার আলী সাহেব। কালিয়ান পল্লী উন্নয়ন সমিতি গৃহ ও আসবাব পত্রের স্বত্ব ত্যাগ করেন সমিতির সদস্য বৃন্দ। আলহাজ ডাঃ মোক্তার আলী সাহেবের অনবদ্ধ প্রচেষ্ঠা এবং গ্রাম্য শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের সহযোগীতায় 1969 সনে কালিয়ান দারুল উলুম মাদ্রাসাটি কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান মির্জা আযহার আলী, সহকারি শিক্ষক মোঃ শাহজাহান মিয়া এবং মোঃ অছিম উদ্দীন মিয়া। বিদ্যালয়ের ম্যানোজিং কমিটি সম্মানিত সদস্য আলহাজ ডাঃ মোক্তার আলী , আলহাজ হুরমুজ আলী , মৌলবী কাজী শাসছুর রহমান, মুন্সী জোনাব আলী সরকার, আবুল কালাম সিকদার, সরবেশ সরকার, মিজানুর রহমান, সুবল চন্দ্র সরকার প্রমুখ ব্যক্তিগণ। উল্লেখ্য যে আলহাজ ডাঃ মোক্তার আলী সাহেব ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমি দাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি।
ক্রমিক নং | নাম | পদবী |
01 | মোঃ কামরুজ্জামান মিয়া | সভাপতি |
02 | আঃ মালেক মিয়া | সহ-সভাপতি |
03 | মোঃ মোজাম্মেল হক | সদস্য |
04 | মোছাঃ ছালমা বেগম | সদস্য |
05 | মোছাঃ শাহানাজ বেগম | সদস্য |
06 | মোঃ আতোয়ার রহমান | সদস্য |
07 | শ্রীমতি অষ্টমী রাণী | সদস্য |
08 | মোঃ ওমর ফারুক | সদস্য |
09 | শাহাদত হোসেন | সদস্য |
10 | এনামুল হক | সদস্য |
11 | মোঃ আরফান আলী খান | সদস্য সচিব |
সাল | ছাত্র | ছাত্রী | পাশের হার | সাধারণ বৃত্তি | ট্যালেনপুল |
2009 |
|
| 86% |
|
|
2010 |
|
| 100% |
|
|
2011 |
|
| 100% | 1 | 2 |
2012 |
|
| 98% |
|
|
2013 |
|
| 98% |
|
|
মোট শিক্ষার্থীর উপর ৫০% হারে।
শতভাগ ভর্তি এবং দরিদ্র ছাত্র/ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি। ঝড়ে পড়ার হার কম।
মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
শামীম আল মামুন, প্রধান শিক্ষক, মোবাইল নস্বরঃ ০১৭১৫- ৯৩৮৪২০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস