গোহাইল বাড়ী আঃ গনি উচ্চ বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার অন্তর্গত সখিপুর উপজেলার গোহাইলবাড়ী গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি সখিপুর উপজেলা সদর হতে ১৫কি:মি: পশ্চিমে সখিপুর-কালিহাতি সড়কের পার্শ্বে এক মনোরম পরিবেশে অবস্থিত।
বিশিষ্ট্য রাজনীতিবিদ জনাব শাজাহান সিরাজের উদ্যোগে এবং অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গের পরামর্শে ১৯৮৭ সনের ডিসেমবর মাসের শেষ দিকে সর্ব সাধারণের সমন্বয়ে একটি সাধারন সভার আয়োজন করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এ পশ্চাৎ-পদ গ্রামীণ অবহেলিত হত দরিদ্র ছেলে-মেয়দের শিক্ষত করার লক্ষ্যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাই সর্বসম্মতিক্রমে গ্রামের কতিপয় দাতা ব্যাক্তিদের জমির উপর ৯০ *(নববই) হাত একটি টিনের গৃহ নির্মাণ করে ০১ জানুয়ারী ১৯৮৮ খ্রি: তারিখ হতে যাত্রা শুরু হয়।
নাম | পদবী |
মো: রেজাউল করিম সিদ্দিকী | সভাপতি |
মো: তাহেরুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
মীর খাজা | শিক্ষক প্রতিনিধি |
রওশন আরা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
মো: মোশারফ হোসেন | অভিভাবক সদস্য |
মো: বাবুল মিয়া | অভিভাবক সদস্য |
মো: কামরুল হাসান | অভিভাবক সদস্য |
মো: রফিকুল ইসলাম | অভিভাবক সদস্য |
খোদেজা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
শাজাহান সিরাজ | প্রতিষ্ঠাতা |
আবুল হাশেম সরকার | দাতা সদস্য |
মো: শাহজাহান মিয়া | কো-অপ্ট সদস্য |
মো: শহীদুল ইসলাম | সচিব/ প্রধান শিক্ষক |
এস.এস.সি | 2014---- ৯১.৬৭%, ২০১৩----৮৮.০৯% ২০১২----৮৪.৮৪% ২০১১---- ১০০% ২০১০--- ৭০.৩৭% |
জে.এস.সি | 2013-----৮৬.৫৩%, ২০১২---- ৯৫.১৬% ২০১১--- ৭১.৪২% ২০১০---- ১০০%
|
নীতি মালা অনুযায়ী মোট ছাত্রের ১০ভাগ এবং ছাত্রীর ৩০ভাগ উপবৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার কারনে কিছু শিক্ষত ব্যক্তিদের কর্মসংস্থান হয়েছে। এলাকার শিক্ষার হার বেড়েছে। নারী শিক্ষার প্রসার ঘটেছে। শিক্ষাথীদের ঝড়ে পড়ার হার হ্রাস পেয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন কওে বিদ্যালয়ের সুনাম ও কৃতিত্ব বৃদ্ধি পেয়েছে।
দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করা এবং জেরা পর্যায়ে মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস