বিদ্যালয়টি টাংগাইল জেলায় সখিপুর থানাধীন ২নং বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের ৮নং ওয়ার্ডের প্রানকেন্দ্রে অবস্থিত। এই ৮নং ওয়ার্ডে আর কোন এনজিও চালিত প্রাথমিক বিদ্যালয় নেই। শুধুমাত্র বেতুয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে। এই ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৫০০০ থেকে ৫৫০০ জন হবে। এবং বিদ্যালয় গমন উপযোগী শিশুর সংখ্যা ৪৫০ থেকে ৫০০ জন হবে। চার কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন। ভবনটি বর্তমানে জড়াজীর্ন। তাই ভবনটি মেরামত করা সহ একটি নতুন ভবনের অতীব জরুরী প্রয়োজন।
জনাব লুৎফর রহমান, পিতা- জনাব মৌলভী মোঃ এনায়েত হোসেন এর প্রচেষ্টায় ১৯৭৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জনাব মোঃ মোকলেছুর রহমান, পিতা- জনাব মৌলভী মোঃ এনায়েত হোসেন সাহেবকে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে বিদ্যালয়টি যথারীতি চালু থাকে। কিন্তু জনাব মোঃ মোকলেছুর রহমানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী হয়ে গেলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। আবার পূনরায় ১৯৮০ সাল থেকে বিদ্যালয়টি জনাব মোঃ রেনুবর রহমান, পিতা- আলহাজ্ব সাকিম উদ্দিন সাহেবের সৎ পরামর্শে ও জনাব মোঃ মতিয়ার রহমান মিয়া, পিতা- মোঃ বেলাল উদ্দিন মিয়া সাহেবের সার্বিক প্রচেষ্টায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় বিদ্যালয়টি গড়ে ওঠে, আজও পর্যন্ত সুষ্ঠ্যু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টির জমিদাতা হলেন, ১। এম. এ. মবিন, পিতা- মোসলেম উদ্দিন, গ্রাম ও পোষ্ট- বেতুয়া, উপজেলা- সখিপুর, জেলা- টাংগাইল। ২। মোঃ নাজিম উদ্দিন, পিতা- মোঃ বেলাল উদ্দিন মিয়া, পোষ্ট- বেতুয়া, উপজেলা- সখিপুর, জেলা- টাংগাইল।
ক্রমিক নং | নাম | ক্যাটাগরী | পদবী |
০১ | আলহাজ লোকমান হোসেন কমান্ডার | বিদ্যোৎসাহী (পুরুষ) | সভাপতি |
০২ | মোঃ শাহাজাহান মিয়া | উচ্চ বিদ্যালয় শিক্ষক | সহ-সভাপতি |
০৩ | মোঃ নাজিম উদ্দিন | জমিদাতা | সদস্য |
০৪ | হাসিনা আক্তার | বিদ্যোৎসাহী (মহিলা) | সদস্য |
০৫ | হুমায়ুন কবীর | ছাত্র অভিভাবক | সদস্য |
০৬ | মোজাম্মেল হক রোমান | ছাত্র অভিভাবক | সদস্য |
০৭ | হামিদা | ছাত্র অভিভাবক | সদস্য |
০৮ | নারগিছ | ছাত্র অভিভাবক | সদস্য |
০৯ | মোঃ নজরুল ইসলাম | ইউ.পি. সদস্য | সদস্য |
১০ | নাছিমা আকতার | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১১ | মোঃ মতিয়ার রহমান মিয়া | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সাল | বালক | বালিকা | মোট | পাশের হার | টেলেন্টপুলে বৃত্তি | সাধারণ বৃত্তি | মোট বৃত্তি |
২০০৯ | ০৫ | ১৩ | ১৮ | ১০০% | ০১ জন | ০১ জন | ০২ জন |
২০১০ | ১০ | ১৫ | ২৫ | ১০০% | - | - | - |
২০১১ | ১২ | ২০ | ৩২ | ১০০% | - | - | - |
২০১২ | ১৩ | ১৮ | ৩১ | ১০০% | - | ০২ জন | ০২ জন |
২০১৩ | ১৩ | ২২ | ৩৫ | ১০০% | - | - | - |
২০১৪ | ১৩ | ২২ | ৩৫ | ১০০% | - | - | - |
২০১৫ | ২২ | ১৪ | ৩৬ | ১০০% | |||
সাল | বালক | বালিকা | মোট | পাশেরহার | মন্তব্য |
২০১৬ | ৯৬ | ১১৪ | ২১০ | ১০০% | বার্ষিক পরীক্ষায় ৩৩% এর কম নম্বর পাওয়া বাকি গুলো বাদ |
শতভাগ ভর্তি এবং দরিদ্র ছাত্র/ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি। ঝড়ে পড়ার হার কম।
আদর্শ ও মডেল ও সুসজ্জিত সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
মোঃ মতিয়ার রহমান, প্রধান শিক্ষক, মোবাইল নস্বরঃ ০১৭৩৬ - ৪৩০০৭৪।
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ/৫ম শ্রেণি ও সমাপনি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীঃ
১। মোসাঃ মাহমুদা আক্তার ঃ ১৯৯৭ সাল ঃ সাধারণ
২। আশিকুর রহমান ঃ ২০০০ সাল ঃ সাধারণ
৩। মোঃ নাজমুল হক সুজন ঃ ২০০১ সাল ঃ সাধারণ
৪। রওনাক নাঈম নিলয় ঃ ২০০২ সাল ঃ সাধারণ
৫। রুবিনা ইয়াসমিন রিপা ঃ ২০০৩ সাল ঃ সাধারণ
৬। সুমী আক্তার ঃ ২০০৮ সাল ঃ সাধারণ
৭। হাফসানুর তামান্না ঃ ২০০৯ সাল ঃ ট্যালেন্টপুল
৮। রোমান মিয়া ঃ ২০০৯ সাল ঃ সাধারণ
৯। সোনিয়া আক্তার ঃ ২০১২ সাল ঃ সাধারণ
১০। যুথি আক্তার ঃ ২০১২ সাল ঃ সাধারণ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস