এই মাদ্রাসাটি ছাত্র-ছাত্রী তে অন্য মাদ্রাসা বা স্বুল থেকে ভাল। এতে যতেষ্ঠ পরিমানে আসবাসপত্র রয়েছে। এ মাদ্রাসায় লেখা-পড়া করে অনেক ছাত্র-ছাত্র ভাল অবস্থানে অবস্থান করছে। এলাকার মানুয় আমাদের খুবই সাহায্য করেন । তাদের ছেলে-মেয়ে এখানে সুশিক্ষায় শিক্ষিত পারছে বলে। আমার খুবই গর্ভীত এলাকার মানুষের সাড়া পেয়ে।
এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উদ্যেগে ১৯৯০ সালে একটি মাদ্রাসা করার উদ্যেগ নেন। গন্যমান্য ব্যক্তিদের মধ্যে শাম-ই তাবরীজ বেশী অবদান রাখেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযেগিতায় ও বর্তমানে সেখানে মাদ্রাসা ভবনটি অবস্থিত। সেখানে লেখা পড়া চালিয়ে যাওয়া হয়। উল্লেখ থাকেযে উক্ত ১০ শতাংশ জমি দান করেন আলহাজ্ব আঃ করিম সিকদার, আঃ রহিম সিকদার, আঃ আওয়াল সিকদার, আঃ রাজ্জাক সিকদার,ও ইদ্রস সিকদার। বর্তমানে বিদ্যালয় ভবনটি ঝুকিপূর্ন অবস্থায় আছে। ভবনটি পূর্ন নির্মান করা অতি আবশ্যক।
বর্তমান পরিচালনা কমিট তথ্যঃ | সদস্য সংখ্যা ১৮ জন। কমিটি গঠন ০১-০৩-২০১৪খ্রিঃ | |
নামঃ | পদবী | |
১। মোঃ কুতুব উদ্দিন | সভাপতি | |
২। আঃ করিম সিকদার | সহ-সভাপতি | |
৩। নুর মুহাম্মদ হাজী | সহ-সভাপতি | |
৪। আঃ ছামাদ হাজী | সহ-সভাপতি | |
৫। শামছুল হক | সহ-সভাপতি | |
৬। কামরুল হাসান | সাধারণ সম্পাদক | |
৭। আবু ইউসুফ | সহ-সাধারন সম্পাদক | |
৮। আবুল কালাম | কোষাধক্ষ | |
৯। লাভু সিকদার | সদস্য | |
১০। নুরুল ইসলাম সিকদার | সদস্য | |
১১। মৌলভী জুয়েল রানা | সদস্য | |
১২। মনজুল ইসলাম | সদস্য | |
১৩। শাহজাহান দেওয়ান | সদস্য | |
১৪। দেলুয়ার হোসেন | সদস্য | |
১৫। আঃ লতিফ | সদস্য | |
১৬। আঃ মজিদ | সদস্য | |
১৭। আঃ কাদের হাজী | সদস্য | |
১৮। মৌলভী আঃ মান্নান | সদস্য |
১০০%
০০%
হাফিজিয়া নুরানী ও এবতেদায়ী পর্যন্ত চালু করার পরিকল্পনা।
০১৭২৯ ৩০১৯৮০
bnmkalian@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস